ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

নতুন লুকে প্রিয়াঙ্কা   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৪১, ১ জুন ২০১৮

Ekushey Television Ltd.

সেন্সরের জট কাটিয়ে অবশেষে মুক্তি পাচ্ছে আইপিএস অফিসার হুমায়ুন কবীরের প্রথম ছবি `আলেয়া`। ২৫ জুন মুক্তি পাচ্ছে তার এই ছবি। আগাগোড়া ক্রাইম থ্রিলার। হুমায়ূনের কর্মজীবনের বেশ কিছু অভিজ্ঞতা অবলম্বনেই লেখা ছবির চিত্রনাট্য।  

ছবির কেন্দ্রবিন্দুতে রয়েছে, একটি রহস্যজনক মৃত্যুর তদন্ত। হঠাৎ করেই মারা যায় একটি মেয়ে। তার মৃত্যুর তদন্ত শুরু করে এক সিনিয়র পুলিশ অফিসার। মেয়েটি তার শৈশবের বন্ধু। নাম আলেয়া। গড়াতে থাকে ছবির চিত্রনাট্য, ঘুরতে থাকে মোড়। আলেয়ার চরিত্রে দেখা মিলবে প্রিয়াঙ্কা সরকারের। পুলিশ অফিসারে চরিত্রে অভিনয় করছেন তনুশ্রী চক্রবর্তী। এই ছবিতে নতুন লুকে দেখা যাবে প্রিঙ্কাকে। 

`আলেয়া`র বেশ কিছু জায়গায় কাঁচি চালিয়েছে সেন্সর বোর্ড। বাদ দিতে হয়েছে বেশ কিছু শব্দ। শেষ পর্যন্ত সেন্সরের জট কাটিয়ে মুক্তি পাচ্ছে এই ছবি।

এমএইচ/এসি 

  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি